অতিরিক্ত আমি
-টিপু শাহাদত
এক চুমুক নীরবতা পান করে বসে আছি ব্যর্থতার চেয়ারে
আজন্ম লালিত স্বপ্নগুলো শুকনো বালির মতো
ঝরে যায় সুযোগের ফাঁক গলে
আমার স্পর্শ যেন ব্যথার বিদ্যুৎ,
সুখ বলে ধরি যাকে
তখনি আহত হয় তার হৃৎপিণ্ডের সাজানো বাগান ।
পৃথিবীর আলো বাতাস সুখ সব ভাগবাটোয়ারা হয়ে গেছে
শুধু ডাস্টবিনের উচ্ছিষ্ট আমার অপেক্ষায়
মগজের জমিনে স্টিমরোলার চলে প্রতিনিয়ত
ঠিক যেন মিলে যায় তোমাদের তৈরি অদৃষ্টের ফ্রেমে ।
সুখী মানুষগুলো সাফল্যের ডালপালা ছড়ানো এক একটি গাছ
মেতে আছে আপন সংসারে
ছায়া মাড়ানোতেও তাদের ঘটে ঘুমের ব্যঘাত ।
সুখ-শাড়ির আঁচলের সুখটুকু হতে চেয়েছিলাম
ধুলো ঝাড়ার মতো আলগোছে ঝেড়ে ফেলে দিলে
আমার পৃথিবীকে ।
একটা সত্তাও অতিরিক্ত তোমাদের প্রমোদতরীতে
হতে চাই নি জাহাজের ক্যাপ্টেন বা সভ্য-অতিথি
আমি সত্যের ফেরিওয়ালা, তাতেই যত অসুখ
বা প্রতিবাদী দীন-দুখী-অসহায় কথার চাবুক ।
১৭ জুলাই ২০২০, লালমনিরহাট ।
Views: 80