অধরা তুমি
টিপু শাহাদত
টিপু শাহাদত
তোমাতে পরম সুখ সেতো আমি জানি
সাগরের বুকে নদী ছুটে চলা মানি
তোমায় আপন করে পেতে সাধ হয়
মিলনের সাধ বুঝি মিলনেই ক্ষয় ।
আকাশের চাঁদ কত মিষ্টি মধুর
কাছে পেতে মন চায় হৃদি ভরপুর
চাঁদ যদি ধরা দেয় মোর সীমানায়
চাঁদ কিগো চাঁদ থাকে রূপ যে হারায় ।
তুমি মোর ছায়া তুমি স্বপ্ন আমার
কাছে থাকো সারাক্ষণ সুখো সম্ভার
যদি কভু নাহি পারি সাজাতে নতুন
সাদামাঠা হয়ে যায় অতি পুরাতন ।
কিছু পাই কিছু থাক দূর অধরায়
স্বর্গ তাইতো এতো আলোক ছড়ায়
তুমি আছ কোথা আজো নাহি নিশ্চয়
কখনো তোমার তৃষা দূর নাহি হয়।
২৬ জুলাই, ২০২০, লালমনিরহাট ।
Views: 39