খুব যত্ন করে পরা কাজলে
ধরতে পারে না কেউ,
ওখানে মমতা নেই আছে লোভ জাগানিয়া ঢেউ ।
রসালো অধরে মৌ নয়
খেলা করে তাতে নেশাগ্রস্ত করার ছল।
হাসির ছটায় মুক্তা ঝরে না
শিকারকে যেন এ বান মারার কৌশল!
শাড়ির ভাঁজে ভাঁজে লজ্জা কোথায়
খুলে যায় তা লালসায় লালসায়।
আলিঙ্গনে শিহরন জাগে না আর
আক্রোশে ঘৃণায় শেষ হয় অভিসার।
সব শেষে ক্লান্ত একা,
মুখোশধারীদের চাহিদা পূরণে
নানারঙে নিজেকে দিই ধোঁকা।
কবে হবে অবকাশ ?
আমিও পাব নিজের করে ঝড়ঝঞ্ঝা বিহীন
এক টুকরো নীল আকাশ!
Views: 104