দিনভর বৃষ্টিতে নুয়ে পড়েছে বাগান বিলাস
চৈত্রের রোদে পুড়ে পুড়ে গোলাপ রঙের যে মুখ
তামাটে বরণ রূপে সেজেছিল
আশার পাষান বুকে বাঁধা রাত জাগা
আঁখি তার কিছুই দেখেনা ।
উবু থুবু বৃষ্টিতে কাক ভেজা আকাশের পুব দেয়ালে
ঝলমলে আধখানা চাঁদ যেন প্রেয়সীর মসৃণ বুকে
ঝুলে থাকা প্রেমিকের স্বপ্ন গড়া রূপোর লকেট।
জানালার গ্রিল ভেদ করে হেঁটে যাওয়া দৃষ্টি
আটকে যায় দূরের গোল পাতার বেড়ার
ফাঁক গলে ঢলে পড়া কূপির আলোয়,
ভাবি আমার মতই অসংসারী,
শঙ্কাহীন, মিথ্যা মায়াবী আশায়
কেউ জেগে জেগে বুঝি কেরোসিনের
সলতায় কষ্ট বিসর্জন দেয়।
দূরের দেবদারুর বনে শিয়ালের হাঁক
বয়সি রাতের জানান দিয়ে যায়
তবুও আকাশ তেমনি ঠাঁই চেয়ে থাকে
একসময় ক্লান্ত হয়ে রাতের আঁধার
ঢলে পড়ে ঐ পাহাড়ের গায়।
মৌসুমি পাখিরা ফিরে পায় তার আপন গতি
একঝাঁক বুনো হাঁস সারি বেঁধে উড়ে যায়,
মৃগয়ার দল ধরে ছুটাছুটিতে মুখরিত হয় সবুজ অরণ্য
পিঠে ঝুড়ি বাঁধা জুম চাষীর যুবতী মেয়ের
ঘামে ভেজা আলাদা ঢঙে কাপড় বাঁধা
রহস্যে কাঁপানো উপচানো বুকে
যেন সবুজ অরণ্যের নেশা।
আমি নির্বিকার
অবাক দৃষ্টি মেলে সেই গভীর অরণ্যে
কবিতার পংক্তিমালা সাজাই।
Views: 99