আদুরে সন্তান
টিপু শাহাদত
কবিতার শব্দরা নিবিষ্টতার আদুরে সন্তান
সে চায়, কবি সব সময় যত্ন নিক তার
অন্য কোন দিকে যেন মন না যায় আর;
এ ঠিক দুজনের একান্ত চাওয়ার মতো
একটা তুমির মতো
পুরোটা তার চাই, একটুও কম নয় ।
দাসত্ব থেকে নির্গত পঁচা লাশের ঘ্রাণ, তেলবাজি সুখ
জ্বালায়, পুড়াই বড়ো
ভণ্ডামির মুখোশ পরা চাঁদের কুৎসিত মুখ ।
অহেতুক অপব্যয়, শ্রম-মেধা-সময়
পদ্মা-মেঘনা-যমুনার জলের মতো মিশে যায় দরিয়ায়
চোখ যায় ঐ সুদূরের মরিচিকাময় প্রান্তরে
নিজের মুখের দিকে তাকাতে পারি নি কখনও নিজের মতো করে ।
আমি বাঁচতে চেয়েছিলাম সবুজ ঘাসের শিশিরে মিশে
ঘাসফড়িং-এর রঙিন পাখায়
গোধূলির বর্ণিল আলোকচ্ছটায়
তোমার অমৃত আদরে আর
একবাটি দুধেভাতে ।
তোমরা স্বপ্ন দেখালে তাজমহলের সুখ
আমাকে পুরে দিলে খোদায় করা পাকা কবরে
কাত হতে গেলেই বাঁধে অমোঘ বাস্তবতার দেয়ালে
দুপাশের মাটি এসে পিষে ফেলছে জাঁকজমকের কঙ্কালটা।
০১ জুলাই, ২০২০, লালমনিরহাট ।
Views: 38