আলোর আলোড়ন
টিপু শাহাদত
ভালোদের ভিড়ে দমবন্ধ হয়ে আসে ভালোর ।
খটকা লাগে,
একটু তাকায় প্রজ্ঞার চশমা পরে ;
প্রাণবন্ত মাংশপিণ্ড বেশ থলথলে, চুলেও দেখা যায় অভিজ্ঞতার ছাপ
শুধু শ্যাওলা জমে গেছে জলাবদ্ধ খালটিতে
এককালের স্রোতস্বিনী ছিল এটা ;
তারা আবর্জনার স্তুপ থেকে উদ্গত পঁচা দুর্গন্ধ মাখছে
আতর ভেবে
জামার জমিনে, চোখে-কানে ;
ভালোর ঝাণ্ডা উড়িয়ে শত্রুকে কতলের ভয়ঙ্কর নেশা পেয়েছে তাদের
অথচ ভালোর সাথেই মিল হওয়ার কথা ছিল ভালোর ।
চিরন্তন, সার্বিক শব্দগুলো বড় অহংকারী
জমিদারি গেলেও যেমন ভাব থাকে বংশ পরম্পরায় ।
কবেই ভেঙে পড়েছে তথাকথিত আলোর প্রাসাদ
যে আলো আজকের মতোই ভালো বলে সমস্ত আলোকে রুদ্ধ করেছিল কারাগারে ;
সে জানে না, সূর্যের আলোকে রুখবার ক্ষমতা মানুষের নেই ।
সুন্দরের মালিক মানুষকে মুখ দিয়েছেন কথা বলতে, বিকাশ হয়েছে যুক্তির
মুক্তির পথ খুঁজেছে মানুষ মসীর মাধ্যমে ।
ভালোর দিকে তাকিয়ে গালে হাত দিয়ে ভাবে ভালো
মজ্জায় ঘুণ ধরা মেরুদণ্ডহীন ভালোর হুংকারে তবে কি হারিয়ে যাবে
বুদ্ধির মুক্তির আন্দোলন,
ইবনে সীনা, ঈমাম গাজ্জালী, সভ্যতার বাতিঘর বাগদাদ, কায়রো, কর্ডোবা!
১২ জুলাই, ২০২০, লালমনিরহাট ।
Views: 42