ঈদের খুশী ঘরে ঘরে
ছড়িয়ে গেল আজ,
সবার ঘরে নতুন কাপড়
নতুন খাবার, সাজ।
রাস্তা-ঘাটে লোকের সারি,
চলছে কোলাকুলি,
মনের যত কালি ছিল,
আজকে হল বলি।
বিলিয়ে দিল আজকে সবাই
যার যা মনে চায়,
তৃপ্ত হল সবার মন
ত্যাগের মহিমায়।
ধনী, গরীব মিলেমিশে
আজকে একাকার,
সবার মনে আজকে দেখি
আনন্দ অপার।
সারা বছর সবার মাঝে
এই খুশীটা থাক,
দেশে দেশে লোকের মাঝে
শান্তি বয়ে যাক।
Views: 132