এ এক নতুন আলো
টিপু শাহাদত
সর্বগ্রাসী আতঙ্ক শকুনের নখের মতো খামচে ধরেছে
আশার অস্তিত্বকে
ভীত-সন্ত্রস্ত প্রাণ অতি সাবধান অজানা আশঙ্কায়
স্বজনের আহাজারিতে ভারি আকাশ-বাতাস
আজরাইলের ব্যস্ততা বেড়ে গেছে বহুগুণ যেন ।
পৃথিবীর সমস্ত জ্ঞান আজ হয়েছে মুক্তির মন্ত্র
অস্ত্রের অহংকার চূর্ণ হয়েছে সগৌরবে ।
জ্ঞানের আলো ঠিক রক্তের মতোই লাল, চেনা যায় না
কে রাম, রহিম, জন বা অন্যকিছু
কোটি কোটি চোখ আশার প্রদীপ জ্বেলে তাকিয়ে আছে ;
বীরদের বীরত্ব গাঁথায় সৃষ্টি হবে নতুন ইতিহাস
জয় হবে মানুষের ।
নিসর্গ সেদিনও হন্তারক হয়ে উঠেছিল
খরা, বন্যা, জলোচ্ছ্বাস, রোগ-শোক নানা অস্ত্র নিয়ে
যা ছিল তার ভাণ্ডারে ।
আমরা দুহাত তুলেছি আকাশে, চেয়েছি আশ্রয়
সূর্য আজকের মতোই ছিল নির্বিকার ;
বিশাল সাগরের কাছে মুক্তি চেয়েছি
সে শুধু নিরবধি বয়েই চলেছে, তটে আছড়ে পড়েছে তার ঢেউ
প্লাবনে, ঝড় আর জলোচ্ছ্বাসে ভাসাতে ভুলেনি
অসহায় আমিকে ;
তবুও ভালো, আকাশ থেকে সেদিন চোখ নামিয়েছি সাগরের সীমানায়
আস্থা রেখেছি মাটির মমতায়
মান্না-সালওয়ার সুখের খাবার ছেড়ে বেছে নিয়েছি সংগ্রামের পথ ।
সময়ের স্রোতে ভেসে মানুষ একদিন খুঁজে পেয়েছে মানুষকে
এ এক নতুন আলো
এলো শান্তির সূত্র, মানুষ হবার পথ হলো প্রশস্ত ।
আর পিছু ফিরে তাকাতে হয়নি
আলো, বাতাসের পেট চিরে বের করেছে মহাবিশ্বের গোপন সূত্র
কত পরিশ্রম আর সাধনা করতে হয় গুহায়, গবেষণাগারে
জ্বলে উঠে জ্ঞান, খুলে যায় বিকাশের দ্বার ।
সৃষ্টিকে দেখে স্রষ্টা মহাখুশি
এতদিনে মানুষ পেয়েছে তার পথ ;
কৃতজ্ঞতায় ভরে যায় মন
তিনিই তো দিয়ে যান
সমীমের মাঝে তার মহামূল্য জ্ঞান ।
১৪ জুলাই, ২০২০, লালমনিরহাট ।
Views: 44