আজ বিকেলে আকাশ জুড়ে মেঘের ঘনঘটা ছিল
আজ বিকেলে তোমার, আমার দেখা হওয়ার কথা ছিল
ইচ্ছে ছিল যেমনটি চাও, শাড়ি পরেই হবে দেখা
রাত্রি জোড়া আঁধার বুকে, তাঁর বুকে তাই হয়নি লেখা ।
রাতের যখন মধ্য দুপুর, তুমি তখন গভীর ঘুমে
সুনসান হয় বিকেলও তাঁর, এই বুকে সাঁঝ আসে নেমে
আমিই কেবল একলা জেগে, ভাবি, তুমি ডাকবে বুঝি
সাজতে থাকে কথারা সব, ইচ্ছে ভীষণ নিজেও সাজি ।
এসব ভেবেই আনমনা হই, তোমায় ছুঁতে ইচ্ছে করে
হাতের ওপর হাত রেখে চাই, গাইতে সে গান তোমার সুরে
স্থায়ী বেশ অর্থপূর্ণ, দোটানাটা, অন্তরাতে
সঞ্চারীটা কেবল আমার, তোমার কথাই বাকিটাতে।
লাল যে কেন ভালোবাসো, কেন-ই বা চাও এই আমাকে
আমি হয়তো নীলা-ই শুধু, রঙ ছড়িয়ে যাই তোমাকে
সুবাসবিহীন, একরোখা, আর দুরন্ত সব পাহাড়, বাঁধার
তাকেই তুমি আপন করে নিতে কেন চাও, প্রতিবার।
আবার ফিরে আসি এবার, একটু আগের স্থায়ী’তে
তোমার অনেক কাজ আছে তাই, চাওনি আমায় সময় দিতে
মনের মধ্যে কত শত অভিমানী রঙের খেলা
তোমাকে চাই, এমন কিছু অর্থবিহীন শব্দ খেলা ।
অভিমানটা আঁকড়ে ছিল, অনুভবের সত্তা জুড়ে
তুমি কিছুই শোনোনি তাঁর, না বলা সব কথার ভীড়ে
প্রথমটুকু তোমার ছিল, অন্তরাও কেবল তোমার
সঞ্চারীটাই আমার-ই শুধু, বাকি সবটাই, না পাওয়ার!
ফাহমিদা আলী
30 08 2019
Views: 86