নতুন কুঁড়ি
উঠলো ফুঁড়ি,
মন থাকে তার উড়ি উড়ি।
মেঘলা দিনে
রঙ রঙিনে
মন হাউসে কাপড় পিনে।
ছড়ায় বাতাস
মিষ্টি সুবাস
নাচন মাতন কিসের আভাস!
আজ বরষায়
ভেজার আশায়
ফুলপরী মন তরী ভাসায়।
সাদা মেঘে
আপন বেগে
আঁচল উড়ায় কোন আবেগে।
কি তোষণে
কাহার সনে
আকাশ সাজে নীল বসনে।
শিশু কুসুম
ভেঙেছে ঘুম
ছড়িয়ে দেয় রঙ কুঙ্কুম।
এতো সাধন
আটন বাঁধন
মাটির মায়া অমূল্য ধন।
Views: 69