সময়ের সাথে সুসময় চুরি হয়
কতশত রাত জেগে ফুসলিয়ে আনা সুখ
সে সুখ- এক ফুৎকারে উড়ে যায়!
পাতকুয়োর অন্ধকারে লুকিয়ে থাকে সুখ
কালো অন্ধকারের দৌরাত্ম বাড়ছে,
বাড়ছে অসুখে ভোগা কতশত প্রিয় মুখ।
রাতের পরতে পরতে নিভাঁজ থাকে সুস্হ রাত
মনের গলিঘুপচি তাড়িয়ে সুখের শব্দ খুঁজি,
খুঁজি আষাঢ়ের বর্ষনমুখর সন্ধ্যা।
পাখির পালক খসে পড়ে
ভেদ করা যায় না সময়ের ধুম্রজাল
এখন তবে দুঃসময়, সময় বড্ড মন্দা।
দুঃসময়ে কতকিছুই সয়ে যায়
শহর জুড়ে মৃত্যু ছড়িয়ে ছিটিয়ে রয়
এহেন দুঃসময় আর কতদিন সয়।
পরস্পর পরস্পরের সান্নিধ্য করছি প্রত্যাখান
মুত্যুর অটোগ্রাফ দিয়ে সটকে পড়ছে
আত্নীয়- অনাত্মীয়, প্রতিবেশী, বন্ধু -স্বজন।
ঝুরঝুর করে খসে পড়ছে সুখের সময়
সেঁতসেঁতে ঠোঁটে চাপা পড়ে থাকে তাবৎ কথা
যাবতীয় সময় কেড়ে নিয়েছে দুঃসময়ের দুঃখগাঁথা।
Hits: 69