নিসর্গের ভাষা আমি পড়তে জানি না
অসহায়তার চাবুকে ছিন্নভিন্ন হয়ে যায় বুক ।
নিঃসঙ্গ বারান্দার বন্ধু হয়ে আকাশের দিকে অপলক তাকাই
কি অসীম শূন্যতা তার মাঝে, কত কালের সাক্ষী
আমাকে শুধায়, চিনতে পার কি?
কোথা থেকে দখিনা বাতাস আলতো পরশ দিয়ে যায়
এও কি সময়ের মতোই প্রাচীন!
ক্যাকটাস ফুল মিটিমিটি হাসে, ড্যাব ড্যাব চোখে কি যে কথা কয়
বুঝতে পারি না কিছুই!
কি গান গায় সবুজ পাতারা উদ্ভাসিত আপন আলোয়
ঝরে পড়াতেও কি যে সুখ পায়, কি সুর বাজে মর্মরতায়
আমি শুধু দেখি এক পায়ে ঠায় অক্সিজেনের কারখানাগুলো।
নিত্য নতুন বুড়ো চাঁদ মামা মুগ্ধতা নিয়ে এক চোখে চায়
পেয়ারার ডালে দোয়েল পাখিটা লেজ উঁচিয়ে কি যেন কয়;
আমিতো দেখি মন বাড়িয়ে, মুখেতে আমার কোন ভাষা নাই।
সাগরের ঢেউ আছড়ে পড়া, রোদ্দুরের তেজ, ছায়ার মায়া
বিহ্বল জ্যোৎস্না কি কথা কয় রাতের সাথে, কে বলে দেবে আমাকে?
পড়তে জানি না চুপসানো পেট, কোটরগত চোখ
হাড্ডিসার শ্রমিকের দানে গড়ে উঠা ভদ্রসমাজ
ঠগি সংস্কৃতির আধুনিক রূপ, ভণ্ডামির আবরণে গড়া
মনুষ্যত্বহীন দু’পায়ী জীব;
পড়তে জানি না চোখের ঝলক, খোলা চুলের মুগ্ধতা
নিস্তব্ধ রাজপথ, ব্যস্ত নগরী
স্থবিরতা বা উন্নয়নের ভাষা
নতুনের সাথে পুরাতনের অনিবার্য সংঘর্ষ আর
টবে ফোটা ফুলের হাহাকার বা আত্মপ্রকাশের দীপ্ত গৌরব!
১৯ মে ২০২০,লালমনিরহাট।
Views: 241