নাইবা হলো ঘর সংসার
ইশরাত জেরিন শান্তা
প্রিয় কৃষ্ণ আকাশ,
নাইবা হলো তোমার আমার এক জীবনের ঘর সংসার,
দিন শেষে জমা খরচের হিসাব নিকাশ,
এক বিছানায় এক পৃথিবীর গল্পের হাট,
পাশাপাশি বালিশ দুটোর ইচ্ছেমত প্রেমালাপ।
নাইবা হলো তোমার আমার এক জীবনের ঘর সংসার,
আহার শেষে মন ভরাতে এক ঝড় প্রশংসার,
অঘোষিত যুদ্ধ উচিত অনুচিতের দ্বারকোঠায়,
কখনো অভিনয় বা গুরুত্ব পাওয়ার আদিখ্যেতায়।
শুধুই না হয় হলাম দু’জন মনসঙ্গী মেঘপাড়ায়,
ঝলসে ওঠা বিদ্যুৎলহর দূর ঐ আকাশডাঙায়, অবাধ্য বারিধারা যৌবনা পৃথিবীর গায়,
না পাওয়ার প্রতি আক্ষেপ,প্রতি নিঃশ্বাস, অপূর্ণতায়।
নাইবা হলো তোমার আমার এক জীবনের ঘর সংসার,
শুধুই না হয় অসীম সুখের কল্পলোকে প্রেম দুজনার অমরত্ব পাক।
Views: 204