নাহ, এখনও পর্যন্ত পড়েনি পাতা,
চোখ খুলে দেখি অগভীর এক বিদ্বেষ-এ
মেতে আছে মৃত কায়।
আয়না-সমান ত্রুটি ক্রমাগত ছাড়িয়ে যেতে থাকে আজকাল। এই যে রোজ হোঁচট খাওয়া, নীলরঙা মৃত্যু, পারস্পরিক বিচ্ছেদ— কত সহজেই না ঘটে যায় অমায়িক! যেন ছাদবাড়ির চিলেকোঠায় নিয়মিত নিঃসঙ্গতার ফলক। ঢেউসম কিছু বিচ্যুতি এসে ভাসিয়ে যায় এ তটে। গ্রহণ লাগে, অন্য পন্থায় ছুয়ে যাই এই ভিত্তিপ্রস্তর বিরাজমান স্বতরু। আদপে অষ্টম আশ্চর্য ধারণকারী মানুষ, তারা জানেইনা কতো সহজে তারা মুছে ফেলতে পারে অস্তিত্ব, অথচ জন্ম-মৃত্যু আমাদেরই রেখায় শায়িত আজন্ম। ঠিক যতবার আমায় নিবেদিত করা হয় বহুল প্রয়াগ, বেখেয়ালে বেড়ে ওঠে অধিক বিষাদ মুনাফা। অনবরত নির্বাকের ভাষা কি জানা ছিলো না থমকে থাকা শহরের? নীরব জীর্ণ এ হৃদয় শরীকী তবুও চলমান একাকী…
Views: 75