কত বিশ্বাসকে দিয়েছি ফাঁকি,
হঠকারীতাকে জড়িয়ে নিয়েছি,
কত সুন্দরকে করেছি বারণ,
কুতসিতকে ভেবেছি আপন।
কত মায়াকে ঠেলে দিয়েছি দূরে,
অবহেলাকে কাছে নিয়েছি টেনে,
কত হর্ষ পায়নি স্থান এই চলার পথে,
বিষাদকেই সাথী মনে হয়েছে।
কত কাছের পথে হয়নি হাঁটা পথ চিনেও,
অচেনা পথের হাতছানি ডেকে যায় প্রত্যহ,
কত জ্যোতস্নার আলো গায়ে মাখিনি কখনো,
অমাবস্যাকেই ভাললেগেছে ভয়াল জেনেও।
শত ভুলে ভুলে গাঁথা ভ্রান্ত মানবজীবন,
ভুলের মাঝেই নিহিত আছে
ভুল শোধণের আলোক।
Views: 64