কহিলেন রাজা পারিষদ ডাকি,
“কেমন আছে গো প্রজা?
চারিদিকে শুধু হাসাহাসি শুনি,
সবাই করে কি মজা?”
পারিষদ কহে,” সুখেই তো আছি,
নইলে কি আর হাসি?
লাফালাফি করা ষাঁড়গুলোকে
আগেই দিয়েছি ফাঁসি।”
রাজা কহিলেন, ” সাবধানে থেকো
আবার না আসে তেড়ে,
কী জানি বাপু, কখন না জানি
অশান্তি যায় বেড়ে!”
সেনাপতি কহে, “মজুত করেছি
গুদাম ভর্তি গুলি,
মাথা তুলিলেই এক নিমেষে
গুড়িয়ে দেব না খুলি! ”
রাজা কহিলেন, ” মন্ত্রী মশাই,
নিরিবিলি ঘুম চাই,
সেনাপতিকে এই কারণেই
অনেক ভরসা পাই।
প্রচার করুন রাজ্য জুড়ে
প্রজার হিতেই সব,
চাই, চাই করে জনগণ যেন
না করে কলরব। “
Views: 178