চাঁদ জাগে দিগ থেকে দিগন্তে
সবুজ চরায়
সাগর তীরে
বনবনানী ও পল্লব ঘিরে।
চাঁদ জেগে থাকে অন্ধকারে
বাঁশবাগানের মাথার উপরে
ভিজে মাঠ,নদী ও ঝিলে
রূপালী বালুর তীরে ।
চাঁদ জেগে থাকে
নিশিরাত , নদীর পাড়
কদমতলা, অপরাজিতার ঝার
খোলা জানালার নিঝ্ঝুম দ্বারে !
চাঁদ জেগে থাকে
ছায়াপ্রিয়া হয়ে জোসনা স্নানের অপেক্ষায়
খোঁজে নির্জন আবেগ মধ্যরাতে !
জোছনাফুল ষোড়শী বালিকা সেজে
চাঁদের আলোয় আপ্লুত হয় নুপুরের নৃত্যে।
৪ঠা আগষ্ট ২০২০
Views: 53