দেয়ালকাটা আয়ত জানালার শার্সি মেলে
একটু ভিন্ন দর্শনে বিমূর্ত বীক্ষণ এক বিকেল।
বিশুদ্ধ বিনয়ী চোখ বেদনার বৃন্দাবন হতে
সবেমাত্র নিজের অস্তিত্বে খানিক গড়েছি নিবাস,
যতিপাতহীন এক দূরগামী দৃষ্টি সয়ম্ভূপ্রসারিত—
একদম দিগন্ত ছোঁয়া আকাশের কাছে।
চৈতন্যের নোনাজলে ভিজে গেছে দু’চোখ আমার।
একটু আগে যে হিরণদাহে প্রকৃতি ছিল বাদামী বর্ণের
সূর্যের চলে যাওয়ায় তা রক্তবর্ণে উদ্ভাসিত এখন।
চলিষ্ণু মেঘের চঞ্চুতে জলকণা নিয়ে উড়ে যাচ্ছে
সাদা সাদা তুলোর পাঁজরঘেরা মেঘদল।
ঋজুতায় দাঁড়িয়ে থাকা মেহেগনি বৃক্ষের পাতারা
এক এক করে ঝরে যাচ্ছে বিষাদের কান্না নিয়ে
অত:পর সূর্যটা অতলে হারালে
অপ্রাপ্তির রুদ্রদাহে স্নাত এ দৃষ্টি,
কেবলই ধূসর পর্দাটানা যবনিকাপাত।
Views: 147