এখন প্রতিটি সন্ধের পাশে বসে
পুরনো দিন প্রথম চিঠির মতো মুড়ে রাখি
ভাজ খুলে ছুঁয়ে দেখি দু-একটি
শীতের অক্ষর
এখন বৃষ্টিলগ্ন ভোর এসে আমার
শিয়রে জাগে
তার ভেজা ভেজা হাতগুলো চেনা কোনো
স্বপ্ন এনে দেয়
অথচ এখন বিষের সাগরে
আমার কেবল প্রাত্যহিকের খোঁজ
প্রতিটি দিনের শেষে সব পাখি ঘরে ফেরে
আর আমার নিশিথে সেই চাঁদ ফেরেনি কখনো
Views: 58