আমি সেদিন হবো চিত্রকর
যেদিন তুমি হবে ক্যানভাস,
তোমার মন হবে তুলি
আমার মন হবে রং
অথবা আমরা হবো
রংতুলি।
আজ আঁকব মেঘলা আকাশ,
তোমার তুলি দিয়ে
মেঘলা আকাশে যত রঙ লাগবে,
নেবে আমারই মনকৌটা থেকে!
মন-কৌটা ছাপিয়ে
চোখ উপচে পড়ছে ,
ক্যানভাসের জন্য
রাখা রংগুলো।
কখন আসবে তুমি?
কখন আঁকব আমি?
আমাদের রংতুলি
কখন ভিজে উঠবে
আর ফুঁপিয়ে কেঁদে
আছড়ে পড়বে
তোমার ক্যানভাসে?
Views: 38