গোলাপী রাতটাকে নিজ হাতে কাটানোর সময়
সঙ্গীরা গোলাপ হাতে রেখেছিলো
রাতের রঙ তারা দেখেনি।
তারা দেখেছে আলোর ঝলকানি
প্রসাধন মাখা মুখ, জলভাতের মত যৌনতা
ঐশ্বর্যের প্রদর্শন!
বাগানে ঠাঁই দাঁড়িয়ে থাকা গাছগাছালির হাতে হাত তারা রাখেনি
তাদের মনের কথা শুনতে আগ্রহ দেখায়নি
আকাশের পানে তাকিয়ে দেখেনি।
দ্বার খুলে বন্ধ দ্বার খোলার চেষ্টা করেনি
‘কোথায় পাবো তারে’ এ ভাব তাদের কোন দ্বারে নিয়ে যায়নি।
তারা রাতের গোলাপী রঙ দেখেনি।
তাদের হাতে ছিল পানপেয়ালা।
তাদের হাতে ছিল অর্থ উপার্জনের কৌশল। তাদের হাতে ছিল নতুন ঘরের চাবি
নতুন গাড়ির চাবি,ব্যাংকের লেনাদেনার কাগজপত্র।
তারা রাতের অন্ধকারে কৃত্রিম আলোয় বান্ধবী
টাকায় কেনা নারী
বউ এর প্রসাধন মাখা মুখে
কৃত্রিম হাসির ছায়া ফেলে
গোপন কক্ষে সটকে পড়েছে যে যার মত।
গোলাপী রাতটাকে আমি ফুলের বাগানে বর্ণিল রঙে সাজতে দেখেছি।
আমি ফুলের সাথে,গাছগাছালির সাথে কথা বলেছি
তাদের মনে দারুন কষ্ট,কেউ জানে না।
কেউ জানে না কত ব্যাথার পর একটা ফুল ফোটে,সুবাস ছড়ায়
কত কষ্টের পরে কলি থেকে ফুলের জন্ম হয়।
তাদের মনোব্যাথা জানার পরেও রাতটাকে গোলাপী দেখছিলাম আমি।
তোমরা জান না, সব কষ্টের পর যারা নির্বাক হয়ে থাকে
যারা নিজেদের সর্বোচ্চ ভালোটুকু বিলিয়ে দিতে নিত্য জাগ্রত থাকে
তারা দিনকে আরো রঙিন করে তোলে
রাতকে করে তোলে গোলাপী।
কেন না,তাদের সাথে রাত জাগে যে মানুষী সেও ধুপের মতো জ্বলে জ্বলে নীরবে আত্মত্যাগের মহিমা ছড়িয়ে যায়!
ওদের সবাই গোলাপের স্বভাব ধর্মে শপথ নেয়
তাই তাদের সঙ্গ পেয়ে রাতটাও গোলাপী হয়।
অামি সে গোলাপী রাতটাকে নিজ হাতে সূর্যের হাতে তুলে দিয়ে গোলাপী রাতের বর্ণনায় দিন পার করে দেই!
Views: 48