তোমার কফিনে আমার ভালোবাসা অর্পণ করেছি ভীষণ কষ্টে —
কাঁপা কাঁপা হাতে সব ভালোবাসা সমর্পণ করলাম।
পৃথিবীর সব লাল গোলাপ,শ্রদ্ধাভরে একসাথে নত হয়েছে , ভালোবাসা সহ—
অনুভব করেছি, তুমি দেখছো আমায় ছলছল নয়নে,
অব্যক্ত কথা গুলো না বলার কষ্টে —
না আমি ভেজাবোনা চোখের জলে তোমায়।
আমার সমস্ত আমি তোমার জন্য শুধুই..
তোমার এপিটাফে রেখে গেলাম, আমার আমিকে–
ভালো থেকো ওপারে পরম শান্তিতে —
আজ থেকে প্রতিটা মুহূর্তের অপেক্ষা আমার!!
আমিও আসছি বলে…
Views: 52