বর্তমান আধুনিক গীতিকার সুরকার কণ্ঠশিল্পী ও নির্মাতাদের প্রতি একটি বিশেষ অনুরোধ ও আবেদন :
……………………………………………………………….
আসসালামু আলাইকুম।
আপনি একজন মেধাবী, জনপ্রিয় সংগীত শিল্পী ও সাংস্কৃতিক কর্মী। আপনার সম্মান ও মর্যাদাকে ছোট করবার যোগ্যতা আমার নেই, অপরদিকে আপনাকে ভালোবাসা ও শ্রদ্ধা প্রদর্শনের সদিচ্ছারও কোন কমতি আমার মাঝে নেই। একবার শুধু ভাবতে অনুরোধ করবো যে, আপনার কলম ও কণ্ঠ দিয়ে যা পরিবেশন করছেন তা কি মানবতার জন্য কল্যানকর? মানুষের মনন ও রুচীকে উন্নত করছেন? নাকি ধ্বংস করছেন? দিনের অধিকাংশ সময় ব্যয় করছেন নারীর রুপ যৌবন বর্ণনায়, অবৈধ প্রেমের আহাজারি আর ষোড়শীর আসক্তিতে।
চলচ্চিত্র, নাটক, মিউজিক ভিডিও সবখানেই একই চিত্র। আপনি পেশাগত জীবনে যা করছেন তা পরিবারের সদস্যদের সাথে শেয়ার করতে তৃপ্তিবোধ করছেন? নাকি লজ্জা পাচ্ছেন? এবার আপনার উপলব্ধির জাজমেন্টটা নিজেই করুন। তাহলেই বুঝবেন ঠিক পথে আছেন কি না। পরিবর্তনের প্রয়োজন আছে কি না?
আমাদের স্মরণ রাখা উচিত যে, আমার এই ট্যালেন্ট আমার অর্জন নয়, আল্লাহ আমায় আমানতস্বরূপ এই সকল কোয়ালিটি দান করেছেন। তিনি ইচ্ছে করলেই আমাদের সকল যোগ্যতা কেড়ে নিতে পারেন নিমিষেই। আর আল্লাহ যদি তা করেন তাহলে আপনার আমার অনুতপ্ত হয়ে প্রায়শ্চিত্য করা ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবেনা। অথচ আপনার আমার এই যোগ্যতাগুলো আমরা আরও উৎকর্ষিত উপায়ে ব্যবহার করতে পারি মানবতার সাম্য ফিরাতে এবং মনন ও রুচীকে উন্নত করতে। আমরা পারি কিন্তু করছিনা। কারনটা পরিস্কার। নিজের ক্যারিয়ার, যশ, ইনকাম যেখানে পৌঁছে গেছে সেখান থেকে ফিরতে নারাজ, আর আপনার আমার মানসিক এই দুর্বলতার কারণেই চাকচিক্যের মোড়কে প্রলোভনকে শোআপ করছে ইবলিশ শয়তান।
আমাদের মনে রাখতে হবে, আপনার আমার সকল কর্মের ও লক্ষ-উদ্দেশ্যের হিসেব এক মহাশক্তির কাছে পেশ করতে হবে। তাই আল্লাহর সেই পাকড়াও থেকে বাঁচতে আসুন নিজেকে পরিবর্তনের চেষ্টা করি। নারীর রুপ-যৌবন বর্ণনায় যে সময় শ্রম মেধা ব্যয় করছেন তা যদি আল্লাহর ও রাসুল সা: এর প্রশংসায় ব্যয় করেন তা নিশ্চয় আরও অধিক কল্যানকর ও প্রশান্তিময়। মনে রাখবেন, যশ, খ্যাতি, সম্মান ও সাবলম্বন কেবলমাত্র আল্লাহ’ই দান করেন।
হে আল্লাহ, আপনি আমাদের অতীত, বর্তমান ও ভবিষ্যতের সকল গুনাহগুলো মাফ করে দিন। আপনি যাদেরকে ক্ষমা করেছেন এবং ক্ষমা করবেন, তাদের দলে আমাদেরকেও অন্তর্ভূক্ত করে নিন। আমীন।
Views: 225