তোমরা সবাই পথের কথা বলো
সুবোধ হয়ে পথ চলতে বলো
অপথ হলে কত রকম ভয়, ফুটবে পায়ে কাঁটা ।
পথে যদি এত বাঁধা থাকে
রাস্তা হলে কাঁটার ফাঁকে ফাঁকে
আমি তবে কোথায় ফেলি পা ?
পথ তো হবে, যাওয়া কেবল যাওয়া
পথ তো হবে নতুন আলো পাওয়া
পথে তো হবে অনন্ত জিজ্ঞাসা ।
রং মাখানো দীর্ঘ এ পথ শেষে
বোবা সেজে, যাচ্ছি সে কোন দেশে ?
মানুষ ! নাকি অন্য কোন বেশে ।
পথকে যদি মানুষরা পায় ভয়
পথে যদি এতটা সংশয়,
বাজবে ভেরী, অপথ করবে জয় ।
Views: 80