আকীর্ণ উঠোন জুড়ে হিম হিম কুয়াশার জল পড়া শব্দ
আর ধুলি ওড়া সোঁদা গন্ধে উপবাসী রাত জেগে ওঠে
পৃথিবীও তার জলশয্যায় আঁকে রোমন্থনের চিত্রকল্প।
কুহক দ্রাঘিমায় তখনো অরোরা আলোর মগ্নঘুম
একে একে খুলে যায় অন্ধ কবির শব্দের গোপন ঘর।
অন্ধকারেই অচিহ্নিত পথে উড়ে যায় দঙ্গল চখা-চখিরা
ডানার শব্দে পৃথিবীও জেগে উঠে আর একবার।
বাস্তব আর কল্পনার দূরান্বয়ে সৃষ্ট প্রসন্ন প্রতিশ্রুতি
শুধুমাত্র হয়ে উঠে সৃজনের।
কবির শব্দরাও জড়ো হতে হতে কালোত্তীর্ণ কবিতার পথ খুঁজে পায়।
মাঝে মাঝে কবন্ধ স্বপ্নেরা পতিত জলাশয়ে খোঁজে সরোজ সংসার
পারাপারহীন নিঃসঙ্গতায় কখনো বা পাহাড়ের গ্রীবা থেকে অনাবৃত উপত্যকায় নেমে আসা ঝর্ণার জলের
মতো প্লাবনকামী ব্যাকুলতায়
কেউ কেউ সঙ্গী খুঁজে নেয় প্লাবতা নারীর।
পরিযায়ী মন ফেরারী হয়ে ফিরে যায় নিজের নিবাসে।
কেউ কেউ ঘর ভাঙে, ভেঙে ভেঙে পরবাসী হয়—-
কেউ কেউ স্বাধীনতার খোঁজে পাখির মতো দিতে চায়
অন্তহীন উড়ান
কারও কারও জীবনের নামতা হঠাৎ থেমে যায়।
আমরা শুধুই দিনশেষে ভুল করে অঙ্ক কষি আর
ঈশ্বর কৃপায় কেবলই অজস্র পথের ধুলি ওড়া গন্ধ শুঁকি।
——————————
০৬-০১-২০২১
আপন আলয় / লেখক স্বত্বঃ @ Shafik Islam
Views: 47