লপ
শয়তান ধর্ষকটার হাত থেকে ছাড়া পেয়েই মেয়ে টি ছাদ থেকে লাফিয়ে পড়ল।
নীলাকাশ দেখতে দেখতে লাফিয়ে পড়া মেয়েটি মায়ের কোলে পড়ল।
মায়ের পান্ডুর মুখের দিকে চাইতেই দেখল মা অনেক বছর আগেই গাছ থেকে লাফিয়ে পড়েছিল নদীর জলে।
তাই মায়ের কোলে জায়গা হলনা অভাগা মেয়েটির।
মাছেরা আগেই মায়ের কোল দখল করেছিল,
জেলেরা মাছ ধরতে গিয়ে টেনে তুলল মায়ের শতচ্ছিন্ন শাড়ি।
লাল শাড়িটি এখন বটগাছে মন্ডপে ঝুলছে ।
জেলেরা শতপ্রণাম করছে মঙ্গলের আশায় ।
পুজো শেষে পুজা নামের মেয়েটিকে টেনে নিয়ে গেল নদীর পাড়ে জেলেপুত্র ।
পরদিন আরেকটি শাড়ি ভেসে উঠল জলে।
প্রার্থনা দীর্ঘমেয়াদী হয় প্রার্থনালয়ে
মেয়েদের কোন মঙ্গল হয় না।
Views: 51