এই শহরে বহু কবিতার বসবাস!
একদিন তোমার আমার নামেও একটা কবিতা লেখা হবে।
ক্লান্ত পথিক আমি চেয়ে থাকি তোমার পথ পানে
তুমি আসবে আমার সীমানায় কবিতা নামে।
আমি ছুঁয়ে দেব তোমায় কবিতার অন্তরালে
যার শুরু থেকে শেষ শুধু তুমি রবে,
আমি বিলীন হতে চাই তোমাতে,
যা লেখা হবে ঠিক শিরোনামে।
কবিতায় লেখা হবে, আমাদের নীরব চোখের ভাষায় বলে যাওয়া স্বপ্নীল মুহূর্তের কথা।
লেখা হবে তাতে অমাবস্যার রাতেও কেমন করে আমি আলোকিত হই তোমাতে,
দূরের লাইট হাউজে জ্বলে থাকা বাতি যেমন পথ দেখায় অন্ধকারে,
তুমিও আমার আলো হও তেমন করে।
যখন পূর্নিমাতে আমি ভেসে যাই তোমার মনের ভেতর
তখনই মস্ত বড় চাঁদ নীরবে সাক্ষী হয় আমাদের প্রগাঢ় প্রেমের।
তোমার প্রতিটি কথার ভাঁজে আমি,
আমার চাহনিতে শুধু তুমি, অব্যক্ত অনুভূতি লেখা হবে তাও জানি।
নীরব চোখের ভাষায় বলে যাওয়া অসংখ্য শব্দের দল
ঘুরে বেড়াবে কবিতার আদি থেকে অন্তে।
তারপর, স্বপ্নের শেষ! ঘুম ভেঙ্গে দেখি তুমি নেই,
ছেড়ে গেলে ঠিকানা বিহীন পথে আমাকেই
হারালাম আমি তোমাকে, আমাকে, আমাদের কবিতাকে।
এই একটা কবিতায় আমাদের এক জীবনের গল্প হবে লেখা যার নাম দেবো হেরে যাওয়া জীবনের পলেস্তারা।
এটা হবে আমাদের এক জীবনের কবিতা।
এ শুধু তোমার আমার নামে কবিতা।
Views: 171