– আমার একটা তরু ছিল
আমি হতে পারিনি তুমি!
আমার মতই থেকে গেছি তরুর মতন,
উপর্যুপরি দানে রাঙিয়েছি তোমার মনুষ্য জীবন,
তুমি হয়েছো মানবের মত ভোগবাদী,
তরু হতে আর শিখলে কই!
একটি পরিচর্যার সূচনা দরদী আবেগে,
নবোদ্ভিন্ন পরিণত প্রকাণ্ড মহিরুহে,
বুকে সূর্য কিরণের সুমিষ্ট ছোঁয়া,
মাথা তুলে দাঁড়াবার সীমানা আকাশ,
ভালোবাসার কুঁড়ির আবির্ভাবে আহ্লাদিত আদর,
যতকাল ফলবান ততকাল প্রণয়ী অবস্থান,
ফলন আহরণের পরে একফোঁটা পানিও পড়েনি শিকড়ে,
একটি পরিচর্যার সমাপ্তি করুন অনাদরে।
শত চেষ্টার পরেও আমি হতে পারিনি তুমি!
আমি আমার মতই থেকে গেছি তরুর মতন,
অকাতরে দিতে পারাতেই আমার সুখ,
ভোগী হতে হতে কিছুই না পাবার অতৃপ্তিতে তোমার দুখী মুখ।
সবাই তরু হতে পারে না,
সবার তরু হওয়াও উচিত না।
কাউকে তো হতেই হবে চিরকালীন পরিচর্যাকারী,
ভোগী হলে সব শেষ,
সুখের আশায় ভোগীর অনন্ত আফসোসের সুর-
আমার একটা তরু ছিল,
ফুল দিত,
ফল দিত,
আর কিছু না দিক প্রহর শেষে মাথাগোঁজার ঠাঁই দিত,
হতাশা ভুলার ছায়া দিত,
আগলে রাখার শপথ নিয়ে চিরস্থায়ী আবাস ছিল,
আমার একটা তরু ছিল।
Views: 73