নিসর্গের কোল জুড়ে ক্রীড়ারত আলো মাটি জল
সমুদ্র অতল
চাঁদের কলস ঢালে জ্যোৎস্না প্রবল
কুড়াও মনের সুখে অবারিত দান এই সোনার ফসল ।
চালাও জলের বুকে কালের লাঙ্গল
আলোর কণিকা ধরে
পরম প্রয়াসে তারে
গবেষণাগারে গড় ভবিষ্যত দৃপ্ত যুথদল ।
এক্ষণি সময় তবে চিরে দেখ ছায়া ভবে
প্রথাগত চাষে শুধু বাড়বে না বল
আলোর জাহাজে করে
বাতাসের হাল ধরে
খুঁজে ফির আত্মার সুক্ষ্ণ ভুবন
মনের মতোন ;
তবেই তোমার গান
গাইবে সকল প্রাণ
আনন্দে উঠবে হেসে সজল নয়ন
পৃথিবীর সুখটুকু বড় প্রিয়জন ।
লেখক : সহকারী অধ্যাপক, লালমনিরহাট সরকারি কলেজ, লালমনিরহাট।
Views: 131