ক্লান্তির দীর্ঘশ্বাস মেখে সেই কবে
ভিটেমাটি ছেড়েছিলাম
মাঝখানে দলা পাকানো পাঁচ-পাঁচটি দশক।
এখন আমরা খেতে কাজ করতে যেতে পারি না
দুপুরের রোদে পিঠ রেখে গাছের তলায়
বসতে পারে না আমাদের ছায়া
এশিয়া-আফ্রিকা-ইউরোপ কোথায় নেই আমরা?
আমরা এখন একাকী খড়কুটো
বাতাসে ছড়িয়ে যায় অভিমান
আমাদের জীবনের বিনিময়ে প্রতিদিন
জেগে ওঠে ঈশ্বর ___
আমাদের হাতের দশটা আঙুল এখন
ভয়ানক বিপজ্জনক অস্ত্র
ঝলসানো সূর্যের দিকে আমাদের ইচ্ছেরা শিস দেয়।
এখন আমরা প্রচন্ড অভিমানী
শীতকাল তোরঙ্গে রেখে সারাদেহে
মেখে নিয়েছি গ্রীষ্মকাল
অফুরান শোকের কবিতা বুকে নিয়ে জীবন ফুরিয়ে এলে
পৃথিবীর ক্ষুদ্রতম ধুলিকণায় আমরা মিশে যাই।
আমরা নতুন জিনিস, আমাদের নতুন নাম উদ্বাস্তু।
Views: 32