কবিতাকে ভালোবেসে ঋদ্ধ হতে চেয়েছি নিয়ত।
শব্দে আঁকতে চেয়েছি জীবন।
ছন্দ আর মাত্রা বিন্যাস
আত্মস্থ করতে
কাটিয়েছি দীর্ঘ নিরুপদ্রব সময়।
শব্দ সমাহারকে সাজাতে চেয়েছি
রূপক আর উপমার অলংকারে।
তারপরও তোমার ভ্রকুটি
‘কবিতা নয়,
এ তো এক জীবনের বিরহ গাঁথা! ‘
চমকে গেলাম, থমকে গেলাম।
স্বতঃস্ফূর্ত দৃপ্ত উচ্চারণ
‘আমার দুঃখও কবিতার মতই
অনায়াস শক্তিশালী,
যুথবদ্ধ ও হৃদয়ভেদী।
যদি সত্যিই বেদনাকে গাঁথতে পারি
শব্দের অনাবিল মাধুর্যে,
তবে নিশ্চয়ই এ লেখা কবিতা,
আমিও কোন শিক্ষানবিস কবি।’
Views: 114