হাড় কাঁপানো শীতের মাঝে সেদিন দেখি রাতে
একটি শিশু বসে আছে একেলা পথের পাশে
গায়ে তার কোন মতে ছিল একটা ছেড়া জামা
এই শীতকে পার করতে কতই না হবে জ্বালা!
টিভিতে দেখি কাগজে পড়ি সব জায়গাতে একই ছবি
দেশের মানুষ দরিদ্র বলে কষ্ট করে সব দিনই
ঠিক মতো পায় না খেতে, পায় না গরম-কাপড় তারা
তাই তো অতি কষ্ট করে চালায় জীবনের চাকা।
এমনই কত শিশু-বৃদ্ধ আছে সারা দেশ জুড়ে
দেশের গন্য-মান্যগন ক’জনের খবর রাখে!
ক’জন বা চোখে পড়ে, খবর হয় টিভিতে
বেশির ভাগই হারিয়ে যায় কোন শীতের রাতেতে।
মনে হলো একটি রাতে লক্ষ টাকার বাজি পুড়ে
মনের সাধ মিটায় কেহ, কেউ বা আবার দেখায় লোকে
কেউ-বা উড়ায় ফানুস শূন্যে, বিবেকটাকে শূন্য করে
আরও কত কী যে করে নাই-বা তা দেখলামই।
আমরা যদি দেখতাম ভেবে একটি রাতের খরচেতে
কত শিশু বেঁচে যেত এই শীতের হাত থেকে
কত লোকের মুখে হাসি ফুটতো এই ভেবে
“এই দেশে জন্মেছি খেয়াল রাখে সব লোকে।”
Views: 58