পাহাড় বেয়ে ধেয়ে আসা স্রোতস্বিনীর
পাশ ঘেঁষে থাকা ভূমি
সবুজের সমারোহ সহ
যখন নিজেকে স্রোতধারায় বিলীন করে
তখন সে আসলে অপারগ,
তাকে বিলীন হতে হয়।
ভূমির মালিক ভূমিকে অভিসম্পাত না দিয়ে
নিজ কপাল চাপড়ায়।
তোমার নিন্দা, ভর্ৎসনা, গালমন্দ সবই
আমি অঞ্জলি পেতে গ্রহণ করি।
করতে বাধ্য।
আমার রক্তচলাচল গতির আগে আগে
তোমার অভিসম্পাতের তীর ছুটে চলে।
আমি চুপ।
প্রার্থনার ধুপকাঠির ধোয়া শূন্যে মিলিয়ে
যাবার আগে মাঝেমাঝে জয়ী বেগ
আমাকে শয্যা গ্রহণে বাধ্য করে।
আমি চুপ।
ধ্বনিগত ব্যবধান নিয়ে
যে যন্ত্রেই বেদনার সুর জাগুক
মনকে ব্যথাতুর করবে তা।
পরিশেষে, বেদনা তো বেদনা-ই
আর পরিশেষে তোমার ভালোবাসাই
আমার জীবন মরণ সাধনা
যদিও তোমার অভিসম্পাতই আমার পূঁজি
আর এটাই আমার ভাগ্য।
Views: 68