রকমারি সন্ধানে এগিয়ে চলেছে আপন মহিমায়
রমণীর গন্তব্যহীন জীবনতরী,
অপ্রত্যাশিত সুখের দুর্ভেদ্য আত্মচিৎকারে
বহমান তার দিকশুন্য প্রাণের স্বপ্নতরী,
অসীম শুন্যতার অনন্ত জিজ্ঞাসায়
খাঁচাবন্দী আজ প্রকৃতির সঞ্চিত আবেগ,
কান্নার ঝর্ণার মস্ত আঙিনায়
কঠিন বরফে ঢাকা তার অবসন্ন বিবেক,
অপূর্ণ ভবিষ্যতের চলমান রোমাঞ্চে
স্তম্ভিত আজ সতীর অবহেলিত আর্তনাদ,
কালের পরিক্রমার প্রবাহমান ধারায়
চলমান তার অভিশাপে ভরা বৈদগ্ধতার সংবাদ,
একমুঠো ভালোবাসার বক্ষনিঃসৃত স্পন্দনে
বিস্ময় বার্তার প্রতীকী রোষাণলে
সর্বক্ষণই প্রিয়ার হৃদয়ে অনুক্ত বিষাদ,
অভ্যস্ত কষ্টের সুপ্ত অনুরাগে
অবৈধ বঞ্চনার অদৃশ্য ক্ষোভে
চেতনায় তার বিরাজমান সর্বদাই
এক শব্দহীন, বর্ণহীন, সংজ্ঞাহীন অব্যক্ত প্রতিবাদ
Views: 51