লেখক : অন্জনা মাহেনূর
আম্মা, আব্বা, মা, বাবা,মাটি, দেশ, পাখি, আকাশ, মায়া, মমতা, বন্ধু, কত শব্দ…. আমি যে ভালবাসি ! ঠিক তেমনি ‘চিঠি ‘ শব্দটি আমার মনে এক অন্য অনুভব জাগায়। কত কী যে লেখার আছে ‘ চিঠি’ নিয়ে মনে মনে ভাবি। তবে অনেক ভাবনার মাঝে এই ভাবনাটা আমার জন্য বিশেষ!
আমার মায়ের ( শাশুড়ী মা ) আমাকে লেখা ১৯৯৬ সালের এই চিঠিটি সবার সাথে শেয়ার করতে ইচ্ছে হলো। কষ্ট করে পড়বেন। অনুরোধ রইল। একজন শাশুড়ী কেমন ‘ মা ‘ হতে পারেন এই চিঠি পড়ে জানবেন। আমরা আজও একিরকম ভালবাসায় আর মায়ায় জড়িয়ে আছি। মা এখন ৭৯ + দোয়া করবেন সকলে মায়ের জন্য। ওনি ঢাকা কলেজের উপাধ্যক্ষ ছিলেন।
মা’ এর চিঠির কথাগুলো আমি পড়ার সুবিধার্থে বন্ধুদের জন্য লিখে দিলাম।
১২/৯/৯৬
অন্জনা সোনা মা আমার!
তোমার চিঠি পেয়ে খুব ভাল লাগছে। তুমি ভাল আছ জেনে নিশ্চিন্ত হলাম। মিল্টনের সাথে প্রতিদিন কথা হয়। ওর কাছ থেকে তোমার কথা শুনি। মন ভাল হয়ে যায়। জাফর ছেলেটা চলে গেছে। বুঝতে পারছি তোমার খুব কষ্ট হচ্ছে। আমি চেষ্টা করছি অন্য একটা ছেলে পাঠাতে। যত তাড়াতাড়ি সম্ভব।
মামনি, তুমি শরীরের যত্ন নিও। নিয়মিত খাওয়া দাওয়া করো। একটু হাঁটা হাঁটি করো। ডাক্তারের পরামর্শ মত চলো। ছোট খাটো কারণে মন খারাপ করোনা। আমার পাগল ছেলেটা তোমাকে ভীষণ ভালবাসে। ওর কোন কথায় তুমি মন খারাপ করােনা।
অন্জনা মা, তুমি তেমার মা ও বাবাকে চিঠি লিখো। ওঁরা তো তেমার খবর প্রতিদিন পাচ্ছেন না। আমিও দিতে পারিনা। তোমার চিঠি পেলে ওঁরা অনেকটা নিশ্চিন্ত থাকবেন। তবে মীরপুরে সবাই ভাল আছেন। রোমেল আদিব সেদিন গিয়েছিল।
তোমাদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কার্ড পাঠিয়ে দিলাম। তোমরা চিটাগাং এ ক্লাস করতে শুরু করো। অবশ্য তেমার শরীর যদি ভাল থাকে অর্থাৎ ক্লাস করতে যদি খারাপ না লাগে।
আমরা সবাই ভাল আছি। একটা কথা, মিল্টন যেন গাড়ী সাবধানে চালায়। এবং বেশী রাত করে যেন গাড়ী না চালায়। এখন আমার একটা বাড়তি চিন্তা হলো।
অন্জনা মামণি, প্রতিদিন অন্তত একবার কি দুবার নামাজ পড়বে। আল্লার কাছে সবার জন্য দোয়া করবে। স্বামী এবং অনাগত সন্তানের জন্য কল্যাণ কামনা করবে। তুমি তো মা হতে চলেছ। দায়িত্ব কিছুটা বাড়লো বই কি।
তোমাদের জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করি। আমার বিশ্বাস মা বাবার দোয়া বিফলে যায় না।
তোমার ক্যাসেট দুটো পাঠালাম। আমি তোমারটা থেকে দুটো করিয়ে নিয়েছি। ক্যাসেট গুলো আমরা প্রায়ই শুনি। যখন শুনি মনে হয় তোমরা এখানেই আছ। কি যে অদ্ভুত অনুভূতি !
তোমরা ভাল থেকো। তোমাদের জন্য অনেক অনেক ভালবাসা ও দোয়া রইল।
তোমাদের,
মা
Views: 319