এঁকেছি বাঁধন
হাসনা জাহান মায়া
আমি সত্য নিবন্ধিত চোখে
শুধু চেয়ে আছি অপলকে
পরম স্রষ্টার দিকে-
আর ঠিক তাঁর মত করে
তোমার দিকে-
অপলক সত্য সে চাহন।
কতটা বন্ধনে বেঁধেছি নিজেকে
সকাল -সন্ধ্যা ফুল আর বৃন্তের মত
মেঘেদের ছায়ার মত নিজের ছায়ার মত
নিজেকে বিলায়ে,
সর্বক্ষণ –
থেকেছি তোমার সাথে মৃদু মন্দ হাত
দোলাতে- দোলাতে
কতটা সত্য সে কথন
সে বিকেল বারান্দায় হাঁটা
কবিতা পঠন-
নিজেকে তোমার মত করে গড়ে তোলা
জেনেও জানো নি তা
শুদ্ধতা -বিশুদ্ধতা
পাখির পায়ের চঞ্চলতা
কতটা উড়েছি, কতটা পুড়েছি
হিমবাহের মত গলেছি—
আমি যখন অনাহারে মরুভূমির মতন
তবুও সব ছাড়িয়ে আমি তোমাকে জয় করেছি
মনের মতন,এতো এতো ধূলো- বাতাসের ভীড়ে
আমার চোখের পাতায়- স্রষ্টার কাছে
হিসেব- নিকেশ
সব লিপিবদ্ধ আছে তা!
Views: 121