এক মুঠো দুপুর
হাসনা জাহান মায়া
•
আজানের পর পরই এক মুঠো দুপুর
কী উজ্জ্বল রঙে আঁকা!
রোদেলা আকাশ আর ঝিরিঝিরি নদী- পাড় বাতাস।
যেন হেমন্তের পূর্বরাগ
শরতের শাড়ীর একপাড় আশ্বিনের শ্বাসজুড়ে উড়ছে।
বাতাসের গায়ে বাতাসের সুরেলা চপল শ্বাসাঘাত!
ধীরে বইছে দূরে কোথাও নদী,আর সব—
সব যেন চুপচাপ, চিকচিক রোদ আর
বাতাসের যেন শুধু কথা চলছে।
চুপচাপ বসে বসে পাখিরাও বাতাসের দুলুনি দেখছে।
মৌনস্বরে নদীর সুরও স্বর নড়ছে
হালকা আমেজে,
হাত ধরে দু’টি পাখি কাশফুল ছুঁয়ে ছুঁয়ে কলতান উচ্ছ্বাসে নিরিবিলি-
বাতাসের সে নাচন দেখছে!
Views: 164