বৃষ্টি মেয়ে ইষ্টি করে
জাহেদুল ইসলাম বাঁধন
বৃষ্টি মেয়ে ইষ্টি করে আজ
বৃষ্টিতে সব বন্ধ মাঠের কাজ
ঝর-তুফানে বিজলী নাচে খুব
চমকে হঠাৎ পালটে গাঁয়ের রুপ।
বৃষ্টি পড়ে টুপুরটাুপুর বৃষ্টি এলো গাঁয়
মাল্লামাঝি তবুও বেশ নাওটা বেয়ে যায়।
বর্ষা ব্যাঙে ঘ্যাঙর ঘ্যাঙর ডাকে
বৃষ্টি ঝরে ইষ্টি করে সবুজ পাতার ফাঁকে।
জলভরা সে বিলের উজান গায়
দস্যি ছেলে মাছ ধরিতে যায়
মাছ পেয়েছে চিংড়ি ক’টা পুঁটি
দস্যিরা তাই বাঁধলো খুশির ঝুঁটি!
Views: 126