স্টিল লাইক অ্যান আর্টিস্ট: সৃজনশীল হওয়ার গোপন মন্ত্র
খোবাইব হামদান
“লেখক জোনাথন লেথেম বলেন, মানুষ যখন কোনো কিছুকে মৌলিক বলে; বেশিরভাগ সময় তারা আসলে এই মৌলিকের সত্যিকার উৎস সম্পর্কে জানে না।
একজন প্রকৃত শিল্পী বোঝেন, আপনাআপনি কিছুই হয় না।”
একটি শিশু জন্মের কয়েক মাস পরে কথা বলার জন্য ঠোঁট নাড়ে। উঠে বসা এবং হেঁটে যাওয়ার চেষ্টা করতে গিয়ে সে হামাগুড়ি দেয়। শিশুর কথা বলতে চাওয়া, উঠে বসতে চাওয়া, হাঁটতে চাওয়া এইসব সে তার মা, বাবা, ভাইবোনকে অনুকরণের চেষ্টা করে। কে কি করছে তা নিখুঁতভাবে দেখে এবং তা নিজে নিজে করতে প্রাণপণ চেষ্টা করে। পরিবারের লোকজন তাকে কথা বলতে শেখান, উঠে দাঁড়াতে শেখান, হাঁটতে শেখান, মায়ের মুখ থেকে বের হওয়া শব্দটি সে অনুকরণ করে বলতে চাই; মাকে বাবাকে অনুকরণ করে হাঁটতে চাই; ধীরেধীরে সে কথা বলতে শিখে যায়, হাঁটতে ও চলতে শিখে যায়। তখন সে নিজের মতো বলে, নিজের মতো হাঁটে তবে তার শুরুটা হয় অন্য মানুষদের অনুকরণে। লক্ষ্য করলে দেখা যাবে, শিশুটির প্রতিটি কাজে সৃজনশীলতার প্রকাশ ঘটে এই সৃজনশীলতা সে মা বাবা ও অন্যান্যদের অনুকরণ করতে করতে পায়। প্রতিটি শিল্পী পূর্বের শিল্পীর অনুসরণ এবং অনুশীলনের মধ্য দিয়ে নিজের শিল্পে আলাদা সৃজনশীল হয়ে উঠে।
ফরজদক শায়ের ইমাম মালেকের শানে একটি শে’র রচনা করেন, বাদশাহকে উদ্দেশ্য করে বলে, ‘মক্কার মাটি ও মানুষ যাকে জানে তুমি তাকে জানো না।’ ফরজদক বলেন আমি মানুষের ভালোবাসা দেখে অনুপ্রেরণা এবং কায়েসের কাছে অলঙ্কার পেয়েছি।
“ফরাসি লেখক আঁদ্রে গিদ বলেন, ‘যা কিছু বলা দরকার, তা সবই বলা হয়ে গেছে। তবে যেহেতু কেউ মন দিয়ে শুনেনি, তাই সবকিছু আবার নতুন করে বলতে হবে।’ একেবারে শূন্য থেকে মৌলিক কিছু তৈরি করার চাপটা যদি একবার আমাদের মাথা থেকে নামিয়ে ফেলতে পারি, তাহলে আমরা যে-কোনো অনুপ্রেরণাকে বরণ করে নিতে পারব।”
আমাদের বলা হয়, যদি লিখতে হয় তবে পড়তে হবে৷ নতুন এক চিকিৎসক তার চিকিৎসাসেবার পূর্বে পুরাতন এক অভিজ্ঞ চিকিৎসকের কাজগুলো দেখে তাকে অনুসরণ করে এবং অনুকরণ করে। একজন ডিজাইনার নতুন একটা ডিজাইন করতে অন্যকারো করা ডিজাইনগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখে এবং নতুন একটা ডিজাইন সামনে আনে। লেখক লেখার পূর্বে আগে লিখিত লেখা পড়ে অনুপ্রাণিত হয় সেগুলো অনুসরণ ও অনুশীলন করে নতুন এক লেখা লিখে, যা সে লেখা হওয়া উচিত মনে করে। “প্রতিটি নতুন ধারণা হলো পূর্বের এক বা একাধিক ধারণার মিশ্রণ”
পৃথিবীতে প্রত্যেক সৃষ্টিই স্রষ্টার পৃথক সৃজনশীলতা; আবার এতে রয়েছে সমন্বয়। সৃজনশীলতা থাকে সবার মাঝে। তবে তা খুঁজে পায় না অনেকে। সৃজনশীল হতে কঠিন পরিশ্রম, কঠোর অধ্যাবসায় ও পার্থিব সবকিছু ভুলে কঠোর সাধনায় ডুব দেয়া এসব নয়; বরং একদম সহজে সৃজনশীল হওয়া যায় দরকার সঠিক পরিচর্যার। পরিচর্যার জন্য একটি বইও হতে পারে উৎকৃষ্ট মাধ্যম।
সৃজনশীলতার মূল একটি সমস্যাকে আবিষ্কার করতে পারা, তা বিভিন্ন আঙিকে বিভিন্নভাবে বুঝতে পারা এবং তার সমাধান নিয়ে চিন্তা করতে পারা। সমস্যা ধরতে পারলে সমাধান নিয়ে ভাবতে পারবেন, তা আপনাকে নিয়ে যাবে প্রয়োজনের দিকে, আর কথিত আছে ‘প্রয়োজন আবিষ্কারের জননী’, সেখানেই আপনার সৃজনশীলতার বিকাশ হবে। কাজ হলো সৃজনশীল হওয়ার প্রধান মাধ্যম, কাজ না করলে সৃজনশীলতা আর নাই থাকুক। কাজের গুরুত্বে লেখক লিখেছেন,
“যা বানানোর বানিয়ে ফেলো
মন্ত্রটা হলো, তুমি যে ছবিটা দেখতে চাও সেটা এঁকে ফেলো। তুমি যে ব্যবসাটা করতে চাও সেটা শুরু করে দাও। তুমি যে গানটি শুনতে চাও সেটা তৈরি করে ফেলো। যে বইটা তুমি পড়তে চাও সেটা লিখে ফেলো। তুমি যে পণ্যগুলো ব্যবহার করতে চাও সেগুলো তৈরি করো। যে কাজটি তুমি হতে দেখতে চাও সেটা করে ফেলো।”
-
লেখক: অস্টিন ক্লেওন
২.
“The artist is a collector. Not a hoarder, mind you, there’s a difference: Hoarders collect indiscriminately, artist collect selectively.”
‘স্টিল লাইক অ্যান আর্টিস্ট’ বইটি তোমাকে নিজের উপস্থিতি আবিষ্কার করতে বলবে আর কিছুর দরকার নেই। তুমি আছো এটাই যথেষ্ট, সেখান থেকেই শুরু। বইটি বলবে ‘Nothing is new under the sun.’ তোমাকে পুরাতনটি বলতে বলবে। পুরাতনটি বলতে বলতে নতুন কিছু খুঁজে পাবে। একেবারে নতুনের জন্য বসে থাকলে শুরু করাটাই হবে না। তুমি যা চিন্তা করছো তা হতে বলবে এবং হওয়ার পদ্ধতিটা দেখাবে। বইটি তোমাকে বলবে কীভাবে সৃজনশীল হবে। চমকপ্রদ কিছু চিত্রে তোমার সামনে সৃজনশীল হওয়ার উপায়গুলো উপস্থাপন করবে। তুমি বইটি পড়ো এখানে তোমাকে সৃজনশীল হয়ে উঠার গোপন মন্ত্র শেখানো হবে।
অনুবাদক: রিয়াজ মোরশেদ সায়েম
৩.
অস্টিন ক্লেওনের “স্টিল লাইক অ্যান আর্টিস্ট’ সৃজনশীল হওয়ার এই ১০টি উপায় কেউ তোমাকে বলে নি।’ সেই ১০টি উপায় রিয়াজ মোরশেদ সায়মের কলমে বাংলায় অনুদিত হয়েছে। বইটির আরও অনুবাদ আছে তা এবং মূল বইটি মোটামুটি উল্টেপাল্টে দেখার সুযোগ হয়েছে এটাই আমার সবচেয়ে ভালো অনুবাদ মনে হয়েছে। অনুবাদকের ভাবানুবাদে নিজের চিন্তারও সম্মিলন প্রশংসনীয়।
রিয়াজ মোরশেদ সায়েমের অনুবাদে বইটি দুইবার পড়েছি আমি। অনুবাদককে ভালোবাসা চমৎকার বইটি সাবলীল বাংলায় অনুবাদের জন্য। কেন জানি আবার পড়তে মন চাই। পড়তে পড়তে মনে হয় কথাগুলো আমার জন্য। ১০টি উপায়ের যেটাই পড়ি মনে হয় এটি একান্ত আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পড়া শুরু করলে অর্ধেকে রাখতে মন চাই না। উপন্যাস বা গল্পের বইয়ে একটানা শেষ করতে টেনে নিয়ে যায় অনেক গল্প, আত্মউন্নয়ন মূলক বইয়ে এটি টানতে থাকে সামনে, একটি উপায় পড়তে পড়তে পরের উপায় জানতে মনে একধরনের উত্তেজনা সৃষ্টি হয়। যারা সৃজনশীল হতে চান তাদের জন্য অসাধারণ একটি বই।
〰
খোবাইব হামদান, পাঠ পর্যালোচক।
Hits: 24