চোখের হৃদয়পুর
-
রিয়াজ মোরশেদ সায়েম
চোখের জমিনের সীমানা পরিমাপে
মাপা হয় চোখের সমুদ্র।
চোখের পুঁথি পঠিত হয়
চোখ সমু্দ্রের মাঝ বরাবর।
পুঁথি পাঠে ভেসে উঠে—
ফেলে আসা গ্রামের মেঠোপথ,
প্রকৃতির বুকের শিরা।
চোখের হৃদয়পুরে বেজে উঠে বাঁশির সুর
খেলা করে রোদের নদী, বারিষার সমুদ্র।
মোহনায় বন্ধ হয়ে আসে চোখের খিল,
কপাট খুলতেই ধরা পড়ে রাতের নদী,
আকাশের মানচিত্র, মেঘেদের বিজ্ঞাপন,
জোছনার আয়না এবং চাঁদের বৃষ্টি।
পাহাড়ের গাঙপাখি ছুঁয়ে যায় জলের বিতান
গাছের হৃদয় খোলে বেরিয়ে আসে— মূর্ছনা সুর।
এই সুরকে বন্দী করতে জেগে উঠে
হৃদপিণ্ডের হাজারো সেলফি ক্যামেরা
ক্যামেরার ক্লিকের গতির ইতারে ভাসে সবার যৌবন
আর
শোনা যায় শ্যামল শরীরের ডাক—
‘বাংলাদেশ’।
Views: 98