অন্ধকারে মরুর ঝড়
___রাজদীপ মজুমদার
হাজার অন্ধকারে চলেছি একা,
দেখিনা কোনো আলোর পথ।
নিঃশ্বাসে নিঃশ্বাসে শুধু বিশ্বাসঘাতকের স্পর্শ,
কেউ বিশ্বাস ভাঙে ভালোবাসায়,
আবার কেউ ভাঙে রাজনীতির চালে।
কেউ লুটছে বিশ্বাসের নামে টাকার পুঁজি,
আবার কেউ লুটছে ঘরের স্বাধীনতা।
সবার মিথ্যার প্রলেপে
সাজিয়ে থাকা মুখের বাণী,
কাজেতে তারা অষ্টরম্ভা!
মুখে শুধু মিথ্যার প্রতিশ্রুতি।
হাজার অন্ধকারে চলেছি একা,
দেখিনা কোনো আলোর পথ।
সাপের খোলসে সাপ থাকে,
এদের নির্মোকে শুধু গিরগিটির রঙ পরিবর্তন।
আহা!এদের কী যায় আসে?
সুখের নাম যে বিশ্বাসঘাতকের দংশন।
ওহে!অন্ধকার!
আমার পথে শুধু রেখো হিদায়তের স্পর্শ,
সুখ চাই না, চাই না ভালোবাসা,চাই না অর্থ,
চাই শুধু বিশ্বাসের হাত…..
হাজার অন্ধকারে চলেছি একা,
দেখিনা কোনো আলোর পথ।
Views: 28