_________________________
আমার ভালোবাসার
তুমিটা আজ
অনেক দূরে বয়ে গেছে।
আজ সব নিস্তব্ধ শব্দভাণ্ডার,
মনের কোষে টুকরো টুকরো সময়ের ইতিহাস লিখে যাচ্ছে
অনবরত আবর্তনের কথা।
ভালোবাসার ঘরে
আগুনের ঝলকানির
স্রোতে আমি
রোজ কালো হয়ে পুড়ি।
রোজ!হ্যাঁ,রোজ!
তবুও তোমার ওই বুকে
ভালোবাসার স্রোত ওঠেনা,
আমার ভালোবাসার
তুমিটা আজ
অনেক দূরে বয়ে গেছে।
আমি তো গেঁথেছি স্বপ্ন,
সেই স্বপ্ন ঘরে তুমিই রানী,
ভালোবাসার স্পর্শে
দুই হাতের ঘামের বিন্দু,
ঠোঁট ভেজা স্পৃহা,
আর তোমার আমার
নিঃশ্বাসের
বন্দিনীতে ভালোবাসার
পরিপূর্ণতা।
কিন্তু তবুও স্বপ্ন ঘরে
কালো অবয়ব এসে
উলট পালট করে দিয়ে যায়!
আমার ভালোবাসার
তুমিটা আজ
অনেক দূরে বয়ে গেছে।
Views: 32