দয়াময়
-ডিউক হুদা
অন্তর চক্ষু দাওগো খুলে
ওগো দয়াময়
তোমার নূরের পরশ নিয়ে
হবো জ্যোতির্ময়।।
চর্ম চক্ষু দেখছে যে সব
আসল সত্য নয়
অন্তর চক্ষু খুলে গেলে
জানবো পরিচয়।।
তুমি ছাড়া শূন্য সবই
চিরস্থায়ী নয়
ছিলে আছো থাকবে তুমি
বাকী সবই লয়।।
তোমার মাঝে বিলীন হতে
মনটি আমার চাই
তোমার নামের জিকির মুখে
মরণ যেনো হয়।।
#
ডিউক হুদা, ঢাকা, বাংলাদেশ।
২১ অক্টোবর ২০২২সাল।
Views: 24