ভ্রান্ত সুখের ভ্রান্তিতে
__নীল__
১৯.১০.২০২২
যার তরে সর্বস্ব বিকিয়ে দিলাম,
যার প্রতি অন্ধপ্রেমে হারালাম
জীবনের স্বর্ণালি বসন্ত,
দেবী ভেবে যার অপবিত্র প্রেমের বেদীতলে
মনঃপ্রাণ করলাম উৎসর্গ !!
তার প্রতি !!
তার প্রতি ঘৃণাও এখন অনেক বেশি মনে হয় !!
আর যেজন স্বপ্নের দেবতা হারিয়ে
হাসতে হাসতে চলে গেলো কোমায়,
যার স্বর্গীয় প্রেম ধিক্কারের পদভারে
পিষলাম অবলীলায়,
যাকে করলাম,
অবহেলা,
উপেক্ষা,
লাঞ্ছনা, গঞ্জনা, বঞ্চনা নির্মমতায় !!
তার নির্মল প্রেমের পাদপীঠে স্বর্গ পুষ্পের
পাদপূজাও,
অতি ক্ষীণ মনে হয় !!
__নীল কবিতা__
Views: 32