বিতৃষ্ণা ভর করেছে দেহ মনের ভাঁজে ভাঁজে
মন বসেনা কোনো কাজেই
অস্থির হিয়া ছোটাছুটি করে কেবল স্থিরতার নেই
অবকাশ চঞ্চলতা সবকিছুতেই।
সুস্থ দেহে সুন্দর মন চিরসত্য একথাটি সন্দেহ
নেই বিন্দুমাত্র তাতে
মন্ডা মিঠাই যূথিকা কামিনী লাগেনা ভালো যদিনা
মনের সাথে দেহের সুস্থতা থাকে একসাথে!
দেহের সুস্থতায় পান্তাও হয়ে ওঠে কোপ্তা কালিয়া
সম সুস্বাদু রুচিতে বাধেনা এতটুকু
প্রফুল্লচিত্তে মনলোভা লাগে সব কিম্ভূতকিমাকার
যদিওবা তথাপি সবটুকু!
অসুস্থ শরীর ভালো কথায়ও দেয়না সায় উল্টো
গরম তেলে ফোড়ন দেয়ার মতো লাগে!
বাহুল্য বেহুদা কথায় সুস্থ দেহে দুলে উঠে হিয়া
ক্ষণেক্ষণে ভাব তরঙ্গে ঢেউ জাগে!
সুস্থ দেহ নেয়ামত প্রভুর বোঝে কেবলই যদি
একবার অসুস্থ হয় কোনো কারণে
আরো মনে হয় ধন দৌলত প্রভাব প্রতিপত্তি এসবের
পেছনে ছোটাছুটি শুধুই অকারণে!
Views: 27