আমার ছুটে চলা
____মোহাম্মদ ফারুক হোসেন
আমার ছুটে চলা পৃথিবীর কাজে
কখনও নিজের, কখনও অন্যের,
কোন কাজ হয় শেষ মনের মতো
কোনটি আবার হয় না।
কখনও করি তা জীবীকার টানে
কখনও তা করি নিঃস্বার্থভাবে,
হয় তো কেউ খুশি হয় অল্পতেই
আবার কেউ তা রাখে না মনে।
প্রয়োজনে অনেকে করে ব্যবহার
আর প্রয়োজন শেষে ভুলে যায়,
কেউ তো বলে বসে কিছুই করি নাই
কখনও আমি তার জন্য।
কষ্টে তখন হৃদয় হয় দগ্ধ, চৌচির
তবুও বলতে পারি না মুখে,
হাসি মুখে তাকে বলি
আমি তেমন কাজের নই।
সৃষ্টিকর্তাকে বলি মনে মনে
তুমি এর প্রতিদান দিও তোমার মতো করে
চাই না তার কৃতজ্ঞতা, ধন্যবাদ
কাজটি করতে পেরেছি তাই বেশ।
দিন শেষে রাত, রাত শেষে দিন
এভাবেই ছুটে চলি,
নতুন কাজে নতুন উদ্যোমে
যতক্ষণ চলবে জীবনের ঘড়িটা।
Views: 14