আরাধনা
-মুসাফির
“রাজ্য জুড়ে বৃষ্টির মাদল বেজেছে,
দুরের ল্যাম্প পোস্টের আলো টিমটিম করে জলছে
দুটো দাঁড় কাক ভিজে জবুথবু তবুও পাশাপাশি দুজনায়,
কার্নিশ বেয়ে গড়িয়ে পড়া জল, কপোল বেয়ে অধরতলে।
ভূতুড়ে আঁধার কলোনির বারান্দায়,
ঐ দুরে গলির মোড়ে নেড়ি কুকুরের চিৎকার,
ঝিঁঝি পোকার ডাক কেমন যেন শিহরণ তোলে।
সদ্য বিবাহিতা যুবতীর এলোমেলো পায়চারি,
জানালায় হাত বাড়িয়ে তীব্রতা অনুভব,
আলগা করে দরজা ভিড়িয়ে
প্রতীক্ষায়, বর্ষনে দুজনের উষ্ণতার তীব্রতা নয়,
চিন্তিত নিচের ঠোঁটে দাঁতের দাগ স্বামীর পথ চেয়ে,
চাঁদ হারিয়েছে মেঘের তলদেশে অভিমানে,
হয়তো দীর্ঘ সময়ের জন্য।
এদিকে
থেকে থেকে শিহরিত প্রতিটা আলো কণায়,
মুহূর্তের জন্য হলেও খুঁজে ফিরে আটপৌরে রমনী
এক মুঠো আহ্লাদী প্রেম, পরিপাটি করে সাজ,
কপালে ছোট্ট একটা টিপ,বর্ষার আগমনী গান
সমস্ত নীরবতাকে দুমড়ে দিয়েছে,
ওষুধের মতো নিরাময় উষ্ণতার চুম্বনে।
জং ধরা দাম্পত্য জীবনে গ্যাজেটের
কালো মেঘের করালগ্রাস,
যাক না কেটে আজ দমকা হাওয়ায়।
ধুলোজমা ডায়েরির পাতায়
শুকিয়ে যাওয়া গোলাপ পাপড়ি,
তোমাকে ঘিরে ইতিহাসের পাতায় পাতায়,
ছুঁতে চাওয়া নীরবে , এক চিলতে অভিমান
মেঘ হয়ে ঝরে পড়ুক চোখ বেয়ে,
তবুও তোমাকে চাই বার বার,
বৃষ্টি শেষের বন্দনায়।
Views: 18