আলাদিনের চেরাগ
_____✒মোঃআব্দুল্লাহ রিফাত
বউ আমার সকালবেলা
করছে দেখি রাগ,
বিকেলবেলা পেয়েছি আমি
আলাদিনের চেরাগ।
বাড়ি এসে বউকে বলি
লাগবে কি কি বলো?
সামনে ঈদের গয়না চুরি
শাড়িটাও তো হলো!
ছেলেমেয়ের জন্য না-হয়
নতুন জামাকাপড়,
আমারও তো লাগবে টাকা
দিচ্ছি শুধু ফাঁপর।
চেরাগ ঘেঁষে বুঝিয়ে পেলাম
সকল জিনিসপত্র,
হঠাৎ দেখি বিছানা থেকে
পড়লো আমার গাত্র।
ব্যাথার জোরে চেঁচিয়ে উঠে
চেরাগ খানা কই?
এতোক্ষণ তো স্বপ্নে ছিলাম
বাস্তবে তো নই!
Views: 24