একদিনের ছুটি
-গোলাম রব প্রবাসী
একদিনের ছুটি
অফিসের কর্মকর্তা কর্মচারীদের কেউ কি ইলিশ মাছ উপহার দেয় ? কেন, দিলে কি সমস্যা ?
না, উপহার দিলে কোনই সমস্যা নাই !
তাই বলে ইলিশ মাছ ?
কেন, আপনারা ইলিশ মাছ পেয়ে খুশি হতে পারেন নি ?
পারি নি মানে ?
অনেক অনেক খুশি হয়েছি আমরা, খুশির ঠেলায় অনেকে তো মাছের ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছে I এমনই একটি অবাক কান্ড করে বসেছেন, আমাদের গার্মেন্টসের সম্মানিত চেয়ারম্যান, প্রফেসর ডক্টর রাবেয়া চৌধুরী l
আমাদের ম্যানেজিং ডিরেক্টর স্যার এক রোড এক্সিডেন্টে ইন্তেকাল করলে, উনিই এখন গার্মেন্টসের সবকিছু দেখাশোনা করেন I সংক্ষেপে আমরা সবাই “চেয়ারম্যান আপা” বলি l অনেকেই বলে, এই দুনিয়াতে উনার মতো ভালো মানুষ নাকি খুব কম পাওয়া যায় I
আজ শনিবার I আমরা সবাই দুপুরের লাঞ্চ করে, যে যার মত কারখানাতে কাজ করতে আরম্ভ করি I বেলা তিনটার দিকে শুনতে পাই, চেয়ারম্যান আপা এসেছে I উনি আমাদের এই কারখানাতে খুব বেশি একটা আসেন না I ম্যানেজার স্যারের সঙ্গে দুজন সিকিউরিটি গার্ড সহ প্রত্যেকের টেবিলে এসে, হাসিমুখে কুশলাদি জিজ্ঞেস করছেন আর পলিথিনের ব্যাগে মোড়ানো একটি করে ইলিশ মাছ দিচ্ছেন I
উপহার দেওয়া টা উনার নতুন কিছু না I গত রোজার ইদের সময়, উনি আমাদের মাংস দিয়েছিলেন আবার কুরবানি ইদের সময় যারা ঢাকাতে থাকেন, তাদের জন্য আলাদা ভাবে কুরবানী দেওয়া হয় I তাই বলে ইলিশ মাছ দিবে? কেউ এটা কল্পনাও করে নি I প্রতিটি ইলিশ মাছের ওজন এক কেজির উপরেই হবে l অফিসের সর্বমোট কর্মকর্তা-কর্মচারী মিলে আমরা ২৫০ জনের মত I
সবাইকে মাছ দেওয়া হয়ে গেলে, শুনতে পেলাম আমাদের পাশেই ম্যানেজার স্যারের রুমে একজন কর্মচারীকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে I আমাদের এই গার্মেন্টসে এই লোকটিকে কেউ পছন্দ করে না I সব সময় রেগে রেগে অকথ্য ভাষায় গালিগালাজ করে I শুনেছি উনি নাকি চেয়ারম্যান আপার দূরসম্পর্কের আত্মীয় I ছেলেটির অপরাধ সে আগামীকাল এক দিনের ছুটি চেয়েছে I একদিন ছুটি দিলে কি এমন সমস্যা হয় ?
তাই বলে, একদিনের ছুটির জন্য এই ভাবে কেউ গালিগালাজ করে ? ছেলেটিকে বলা হয়েছে, তুমি যদি ছুটিতে যাও তাহলে তোমার তিন দিনের বেতন কেটে নেওয়া হবে I এই লোকটা অদ্ভুত অদ্ভুত যতসব নিয়ম বের করে I একদম ভাল্লাগেনা!
এমন সময়ে কি মনে করে চেয়ারম্যান আপা উনার রুমে এসেছে I অবাক হয়ে ছেলেটিকে জিজ্ঞেস করেন, কি এমন দোষ করেছো তুমি ? তোমাকে ম্যানেজার সাহেব বকাবকি করছে ?
আপা, আমি কোন দোষ করিনি I এখানে দোষ যদি কেউ করে থাকে, সেটা তো আপনি এত বড় ইলিশ মাছ দিয়ে করেছেন !!
চেয়ারম্যান আপা অবাক!
ছেলেটি জানায়, বিধবা মায়ের বড় সন্তান আমি, ছোট ভাই বোন নিয়ে আমার অসুস্থ মা টাঙ্গাইলে আমাদের গ্রামের বাড়িতে বসবাস করে I আমাকে অনেক বড় একটি ইলিশ মাছ আপনি দিয়েছেন I বাজারে এত বড় মাছ আমি দেখেছি কিন্তু দাম জিজ্ঞেস করার সাহস হয়নি, কেনার তো প্রশ্নই ওঠে না I
আমার মা বাড়িতে গেলে প্রতিবারই বলে, পরেরবার আসার সময় বাপজান একটা বড় ইলিশ মাছ কিনা নিয়া আইসো I কিন্তু যে কয় টাকা বেতন পাই, ইচ্ছা থাকা সত্তেও হয়ে ওঠে না I আমি একা একা কিভাবে খাবো, এই ইলিশ মাছটা ?
মার কথা মনে কইরা গলার মধ্যে কাটা ঢুকবো না ?
আপা, যদি এই বড় ইলিশ মাছটা আমি আমার মা আর ছোট ভাইবোনদের খাওয়াইতে পারি, তাহলে মা আমার জন্য অনেক দোয়া করব I এত বড় ইলিশ মাছ কখনো তো কিনতে পারবো না I তাই আপনার কাছে আমার অনুরোধ, শুধু আগামীকাল আমাকে একদিনের ছুটি দেন I ম্যানেজার সাহেব চিৎকার করে উঠলেই চেয়ারম্যান আপা ধমকের সুরে সাবধান করে দিলেন, ম্যানেজার কে, মানুষের সঙ্গে ভালোভাবে ব্যবহার করার জন্য I
কিছুক্ষণ পরে গার্মেন্টসের সকল কর্মকর্তা এবং কর্মচারীকে এ্যসেম্বলি পয়েন্টে ডাকা হলো I আমাদের চেয়ারম্যান আপা কিছু বলবেন, জানালেন সবাইকে কষ্ট করে এখানে আসার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি I আগামীকাল রবিবার আমাদের এই কারখানাটি বন্ধ থাকবে I তাই সবাইকে একদিনের ছুটি ঘোষণা করা হলো I তারপর টাঙ্গাইলের ওই ছেলেটিকে ডেকে নিয়ে, তার হাতে আবারো একটি ইলিশ মাছ দিয়ে বললেন, এটা আমার পক্ষ থেকে তোমার মার জন্য I আমার জন্যও তোমার মাকে দোয়া করতে বলবে I
Views: 19