চিন্তা
____মোঃআব্দুল্লাহ রিফাত
পাগলা ষাঁড়ে গুঁতোই কেন
পেছন থেকে ভাই?
দুপুর রোদে চিন্তা করি
একলা বসে তাই!
কুকুরগুলো জটলা বেঁধে
চেঁচায় কেন রাতে,
ছেলেপেলেদের হয় রে পোকা
কেমন করে দাঁতে?
রোদ গুলো সব সহ্য করে
কেমন করে তারা?
টাকু মাথায় রোদ দুপুরে
বের হয়েছে যারা!
এসব কথা কেউ শুনেনা
শুনলে মোরে পাগল কয়,
কিন্তু আমার চিন্তা শুধু
কেমনে লোকে পাগল হয়?
Views: 17